Kachakata M.L High School , School Code: 6776 , EIIN: 122343
  • Hi Tech Polytechnic Institute - Slide
  • Hi Tech Polytechnic Institute - Slide Hi Tech Polytechnic Institute - Slide Hi Tech Polytechnic Institute - Slide

মেনু নির্বাচন করুন

গ্রন্থাগার :


কচাকাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের গ্রন্থাগার শিক্ষার্থীদের জ্ঞানের ভাণ্ডার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এটি একটি আধুনিক ও সুবিন্যস্ত শিক্ষাগ্রন্থাগার, যেখানে বিভিন্ন বিষয়ের বই, পাঠ্যপুস্তক, তথ্যসংগ্রহ এবং রেফারেন্স ম্যাটেরিয়াল পাওয়া যায়।

গ্রন্থাগারের বৈশিষ্ট্যসমূহ:

  • বই সংগ্রহ: বাংলা, ইংরেজি, বিজ্ঞান, গণিত, সমাজবিজ্ঞান, ইতিহাস, সাহিত্যসহ বিভিন্ন বিষয়ে হাজার হাজার বই ও ম্যাগাজিনের সংগ্রহ।

  • অধ্যয়ন পরিবেশ: শিক্ষার্থীদের জন্য প্রশস্ত, শান্ত ও পরিচ্ছন্ন অধ্যয়ন কক্ষ।

  • ডিজিটাল সুবিধা: আধুনিক প্রযুক্তির সাহায্যে ই-রিসোর্স, অনলাইন ডাটাবেস ও ই-বুকের ব্যবহার।

  • গ্রন্থাগার সেবা: বই ধার নেওয়া, রিসার্চ সহায়তা, নিয়মিত গ্রন্থ প্রদর্শনী ও শিক্ষামূলক কার্যক্রম।

  • গ্রন্থাগারিক পরামর্শ: অভিজ্ঞ গ্রন্থাগারিক শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী বই ও তথ্য সরবরাহ করেন।

  • গ্রন্থাগার সময়: প্রতিদিন নির্ধারিত সময়ে গ্রন্থাগার খোলা থাকে শিক্ষার্থীদের সুবিধার্থে।

আমাদের গ্রন্থাগার শিক্ষার্থীদের জ্ঞানার্জন ও শৈক্ষিক উৎকর্ষতা বৃদ্ধির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করে আসছে। এখানে নিয়মিত পাঠক সভা, বই আলোচনা ও সাহিত্য প্রতিযোগিতার আয়োজনও করা হয়।