Kachakata M.L High School , School Code: 6776 , EIIN: 122343
  • Hi Tech Polytechnic Institute - Slide
  • Hi Tech Polytechnic Institute - Slide Hi Tech Polytechnic Institute - Slide Hi Tech Polytechnic Institute - Slide

মেনু নির্বাচন করুন

মোঃ নুরুজ্জামন কবির

মোঃ নুরুজ্জামন কবির

প্রধান শিক্ষক
কচাকাটা বহুমূখী উচ্চ বিদ্যালয়

অত্যন্ত আনন্দের সাথে আমি কচাকাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়, নাগেশ্বরী, কুড়িগ্রামের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। প্রতিষ্ঠার পর থেকে এই প্রতিষ্ঠান মানসম্মত শিক্ষা প্রদান, নৈতিক মূল্যবোধের বিকাশ এবং প্রতিটি শিক্ষার্থীর অন্তর্নিহিত প্রতিভা বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি শিক্ষা শুধু বইয়ের জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং চরিত্র গঠন, শৃঙ্খলা ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলার জন্যও অপরিহার্য। আমাদের শিক্ষকবৃন্দ নিষ্ঠা ও আন্তরিকতার সাথে এমন একটি পরিবেশ তৈরি করে চলেছেন যেখানে শিক্ষার্থীরা শিখতে পারে, বেড়ে উঠতে পারে এবং আত্মবিশ্বাসের সাথে আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে। আমি আমাদের সকল শিক্ষার্থীকে বড় স্বপ্ন দেখতে, কঠোর পরিশ্রম করতে এবং সততার সাথে জীবন গড়তে আহ্বান জানাই। আসুন, আমরা সবাই মিলে কচাকাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়কে গৌরব ও সাফল্যের প্রতীক হিসেবে গড়ে তুলি।