Kachakata M.L High School , School Code: 6776 , EIIN: 122343
  • Hi Tech Polytechnic Institute - Slide
  • Hi Tech Polytechnic Institute - Slide Hi Tech Polytechnic Institute - Slide Hi Tech Polytechnic Institute - Slide

মেনু নির্বাচন করুন

আলহাজ্ব মোঃ হানিফ উদ্দিন

আলহাজ্ব মোঃ হানিফ উদ্দিন

সভাপতি
কচাকাটা বহুমূখী উচ্চ বিদ্যালয়

কচাকাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়, নাগেশ্বরী, কুড়িগ্রামের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং শুভানুধ্যায়ীদের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতিষ্ঠার পর থেকে এই বিদ্যালয় শিক্ষার মানোন্নয়ন, নৈতিকতা বিকাশ এবং সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে, যা আমাদের সকলের জন্য গর্বের বিষয়।

আমি বিশ্বাস করি শিক্ষা শুধুমাত্র পরীক্ষার ফলাফলের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং শিক্ষার্থীদের সৃজনশীলতা, দায়িত্ববোধ এবং মানবিক মূল্যবোধ গড়ে তোলার মাধ্যম। আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ নিষ্ঠা ও আন্তরিকতার সাথে শিক্ষার্থীদের সঠিক পথে পরিচালিত করছেন, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য আলোকবর্তিকা হয়ে থাকবে।

আমাদের সকল শিক্ষার্থীকে আমি আহ্বান জানাই— সততা, পরিশ্রম ও শৃঙ্খলাকে জীবনের মূলমন্ত্র হিসেবে গ্রহণ করে নিজেদের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যেতে। বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখতে আমরা সবাই একসাথে কাজ করবো— এটাই আমার প্রত্যাশা।